দশ দিন নিখোঁজের পর মাদরাসা ছাত্রের রগকাটা লাশ মিললো ডোবায়
একুশে জার্নাল
নভেম্বর ৩০ ২০১৮, ০৯:২৭
একুশে জার্নাল ডেস্ক: টানা দশ দিন নিখোঁজ থাকার পর মাদরাসা ছাত্র আলী আকবারের লাশ মিললো ব্রাহ্মণবাড়িয়া একটি পরিত্যাক্ত ডোবায়। হাত ও পায়ের রগ কেটে এবং গলায় ছুরিকাঘাত করে তাকে নৃশংস ভাবে হত্যা করা হয় হতভাগ্য আলী আকবারকে।
স্থানীয় মানুষ পুলিশ প্রশাসনকে খবর দিলে পুলিশ এসে লাশ তুলে নিয়ে যায়।
সে চট্রগ্রাম দারুল উলুম হাটহাজারী মাদরাসার দাওরা হাদিসে লেখাপড়া করতো।