দশঘর এন ইউ উচ্চবিদ্যালয়ের শিক্ষক ছাত্রের মৃত্যুতে লন্ডনে মিলাদ ও দোয়া মাহফিল
একুশে জার্নাল ডটকম
জানুয়ারি ২৮ ২০২০, ১৭:৪০
বিশ্বনাথে দশঘর এন ইউ উচ্চবিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক,বিদ্যালয়ে সাবেক ম্যানেজিং কমিটির সদস্য মরহুম আজিজুর রহমান এবং স্কুলের সাবেক ছাত্র ও বিশিষ্ঠ রাজনৈতিক নেতা আব্দুল মান্নান এর মৃত্যুতে দশঘর ইউনিয়ন উন্নয়ন পরিষদের ইউকের উদ্যোগে হয় ইস্ট লন্ডন এর বৃকলেন জামে মসজিদে গত ২৮শে জানুয়ারি বিকাল ৫ ঘটিকায় শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মোহাম্মদ আজম আলীর সভাপতিত্বে ও জয়নুল ইসলামের পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটসের সাবেক কাউন্সিলর স্পিকার আব্দুল মুকিত চুনু বৃটেনের বাঙালি কমিউনিটির নেতা সাংবাদিক,কে এম আবু তাহের চৌধুরী, বিশিষ্ট কমিউনিটি নেতা ইলিয়াস মিয়া কামালি,দশঘর এন ইউ উচ্চবিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এম এ রউফ, উচ্চবিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, আওয়ামী লীগ নেতা মকদ্দস আলী, lজগন্নাথপর মিরপুর হাই স্কুলের সাবেক সহকারী প্রধান শিক্ষক আমির উদ্দিন আহমদ,মরহুম আজিজুর রহমানের ছেলে সাইফুর রহমান ,এছাড়া উপস্থিত ছিলেন, আব্দুল খালিক, আব্দুল, নুর,আনছার আলী , প্রমুখ।