দলের সমালোচনাকারীদের প্রতিহত করা হবে: বিএনপি নেতা সাইফুল আলম নীরব

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

নভেম্বর ০৭ ২০২০, ২৩:৫৮

নিজস্ব প্র‌তি‌বেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান।

উক্ত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে সাইফুল আলম নিরব বলেন, “শেখ হাসিনা যত অপকর্মই করুক না কেনো, তার দলের সমস্ত সিনিয়র নেতৃবৃন্দ হাসিনার পক্ষেই বক্তব্য দেন। হাসিনার পক্ষেই দাঁড়ায়। কিন্তু, আমাদের চেয়ারম্যান বা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় কোন বক্তব্য দিলে বা দলীয় কোন সিদ্ধান্ত নিলে, আমাদের কিছু সিনিয়র নেতারা প্রকাশ্যে নেতা কর্মীদের সামনে, এমনকি মিডিয়ার সামনে সেটার সমালোচনা করেন।” এ বিষয়ে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং মহাসচিব মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করেন। আর সেই সাথে, ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটলে, যুবদল সহ দলের সর্বস্তরের নেতা কর্মীরা তা প্রতিহত করবে বলে সাইফুল আলম নিরব হুশিয়ারি দেন।

এসময় উপস্থিত নেতাকর্মীরা করতালি মাধ্যমে তার বক্তব্য কে সমর্থন জানান। এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় স্হায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর রায় যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ