দরগাহ মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদ ইউ কে এর মতবিনিময় সভা অনুষ্ঠিত
একুশে জার্নাল
মে ১৬ ২০১৮, ১৫:১২
বাংলাদেশের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া ক্বাসিমুল উলুম দরগাহ মাদ্রাসা সিলেট এর সহকারী মুহতামিম জনাব হাফিজ মাওলানা আছআদ উদ্দিন আহমদ এর যুক্তরাজ্যে আগমন উপলক্ষ্যে দরগাহ মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদের ইউ কে এর উদ্যোগে গত ১৩ রবিবার হাইন্ড গ্রোভ মসজিদ ও কালচারাল সেন্টারে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । দরগাহ মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদ ইউ কে এর সভাপতি মাওলানা হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারী মুফতি বুরহান উদ্দিন এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় শুরুতে মহাগ্রন্থ আল কোরআনে কারীম থেকে তিলাওয়াত করেন হাফিজ মাওলানা লুতফুর রহমান । উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে হাফিজ মাওলানা আছআদ উদ্দিন আহমদ ,দরগাহ মাদ্রাসার শিক্ষা বিভাগ, প্রশাসনিক কার্যক্রম, সাধারণ বিভাগ ও গরিব ফান্ডের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।তিনি বলেছেন,শিক্ষা বিভাগে দরগাহ মাদ্রাসা তার ঐতিহ্য ধারাবাহিক ভাবে অক্ষুণ্ণ রাখতে সক্ষম হয়েছে । বিগত কয়েক বছর থেকে ইফতা বিভাগ সহ উলুমুল হাদিস ও উলুমুল তাফসীর বিভাগ চালু করা হয়েছে । শিক্ষা কার্যক্রম উন্নত থাকায় প্রতি বছর শিক্ষার্থী বৃদ্ধি পেয়েছে । সীমিত আসন ও পর্যাপ্ত স্থান না থাকায় প্রতি বছর অসংখ্য মেধাবী শিক্ষার্থীদের ভর্তি করা সম্ভব হচ্ছে না । তিনি জামেয়া ক্বাসিমুল উলুম দরগাহ মাদ্রাসাকে বিভিন্ন ভাবে সহযোগিতা করে দ্বীনি শিক্ষার প্রচার ও প্রসারে সকলের সহযোগিতা কামনা করেন। উক্ত মতবিনিময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রধান পরিষদের উপদেষ্টা হযরত মাওলানা আব্দুল গাফফার,হাফিজ মুশতাক আহমদ, মাওলানা মুফতি লুতফুর রহমান বিন্নুরী,জয়েন্ট সেক্রেটারি মুফতি ছালেহ আহমদ,ট্রেজারার মাওলানা সামছুল হক ছাতকী,প্রচার সম্পাদক মাওলানা আবু সুফিয়ান, মাওলানা জাহেদ আহমদ,মাওলানা ক্বারী আব্দুল মান্নান,মাওলানা শিব্বির আহমদ,মাওলানা খলিলুর রহমান, হাফিজ মাওলানা গোলাম রব,মাওলানা ফজলুর রহমান ,হাফিজ আব্দুল্লাহ,হাফিজ আলী হোসাইন প্রমূখ।