দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ বিএনপির আহবায়ক কমিটিকে আহমেদ সাদিকের অভিনন্দন

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

সেপ্টেম্বর ১৪ ২০২০, ১৩:০৩

অফিক বালাগঞ্জ: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দক্ষিন সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ শাখার ২৭ সদস্য বিশিস্ট আহ্বায়ক কমিটির সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মরহুম মাহবুব আলী খান স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি, সাদিক ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিএনপি নেতা আহমেদ সাদিক।

গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে আহমেদ সাদিক বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সকল সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে মেয়াদোত্তীর্ণ কমিটি গুলোতে নতুন কমিটি গঠন করে দেয়ার কোনো বিকল্প নেই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক রহমানের আদর্শকে ধারণ করে গনতন্ত্র পুনরোদ্ধারে নবগঠিত কমিটি গুলো নিরলস ভাবে কাজ করবে বলে আমরা আশাবাদী।

বিএনপি নেতা আহমেদ সাদিক আহ্বায়ক কমিটি গুলোর সকল কার্যক্রমের সফলতা কামনা করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।