দক্ষিণ মদন গৌরী মানব কল্যান পরিষদের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ
একুশে জার্নাল ডটকম
এপ্রিল ২৪ ২০২০, ১৫:১৩

পবিত্র রমজান মাস উপলক্ষ অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে গোলাপগঞ্জ উপজেলার দক্ষিণ মদন গৌরী মানব কল্যান পরিষদ।
সংগঠনের পক্ষ থেকে আজ ২৪ এপ্রিল শুক্র বার বেলা ২টায় এলাকার মানুষের মাঝে খাদ্যসমগ্রী বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ মদন গৌরী মানব কল্যান পরিষদের উপদেষ্টা হাজি মাহবুবুর রহমান মবু মিয়া, ফজলুর রহমান, গৌছ উদ্দীন, মোঃ জিল্লুর রহমান জিলু, দক্ষিণ মদন গৌরী মানব কল্যান পরিষদের সভাপতি হাফিজ মৌলানা হুছাইন আহমদ রিপন, সাধারন সম্পাদক হাফিজ মৌলানা রফি আহমদ, হাসান আহমদ সিপন, ফয়েজ আহমদ, সাকিল আহমদ, তোফায়েল আহমদ, আদিল আহমদ, ছাব্বির আহমদ, তান্ভির আহমদ, রাসেল আহমদ, সাহিদ আহমদ, রবি আহমদ প্রমুখ।