থার্টিফার্স্ট নাইটে কোনো অনুষ্ঠান করা যাবে না, বাড়ির ছাদেও না : স্বরাষ্ট্রমন্ত্রী
একুশে জার্নাল
নভেম্বর ১৮ ২০১৮, ১৪:৪৪
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের কারণে থার্টিফার্স্ট নাইটে কোথাও কোনো আতশবাজি বা পটকা ফোটানো যাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আজ রোববার সকালে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব তথ্য জানান।
এবার থার্টিফার্স্ট নাইটে নিজের বাড়ির ছাদেও কোনো অনুষ্ঠান না করার অনুরোধ জানিয়েছেন তিনি।
তিনি বলেন, আগের দিনই দেশের একাদশ জাতীয় নির্বাচন হবে এবং পর দিন ইংরেজি বর্ষ বিদায়ের আনুষ্ঠানিকতা।
তবে নির্বাচনের আগে খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম উৎসব বড়দিনে প্রতিটি গির্জায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।