তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজ ছাত্রদল’র আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

একুশে জার্নাল

একুশে জার্নাল

সেপ্টেম্বর ২৯ ২০২০, ১৮:০৫

জহিরুল ইসলাম সরকার, জুড়ী প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জুড়ী তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজ শাখার পরিচিতি সভা ২৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) কলেজ রোডস্থ কার্যালয়ে নবগঠিত কমিটির আহবায়ক আব্দুল জব্বারের সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রদল নেতা মোজাহিদুল ইসলাম জয়দলের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জুড়ী উপজেলা বিএনপির সভাপতি দেওয়ান আইনুল হক মিনু। বিশেষ অতিথি ছিলেন জুড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আসকর, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান চুনু, জুড়ী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নিপার রেজা, উপজেলা যুবদলের সদস্য দেলোয়ার হোসেন, সাবেক ছাত্রনেতা সামছু উদ্দিন আহমেদ, জায়ফরনগর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জাহিদ হাসান জমির, যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম, উপজেলা ছাত্রদল নেতা শরীফ মোহাম্মদ আবদুল্লাহ, সোহেল আহমদ, হিমেল হক, দেওয়ান মারজান মেহেদি, রায়হান আহমদ, লিটন আহমদ।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া সরকারি কলেজ ছাত্রদল এর আহবায়ক মৌসুম সরকার, সদস্য সচিব আব্দুল্লাহ সালেহ আলিফ, তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজ ছাত্রদল এর সদস্য সচিব আব্দুর রহিম মামুন, যুগ্ম আহবায়ক মাজহারুল ইসলাম, যুগ্ম আহবায়ক মাজহারুল ইসলাম রিমন, যুগ্ম আহবায়ক পারভেজ হাসান, যুগ্ম আহবায়ক আলাল মিয়া, সদস্য কামাল আহমদ, রায়হান আহমদ সহ কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।