তৈলারদ্বীপ গ্রামে ফ্রী চিকিৎসা দিলেন জোনাকী ফাউন্ডেশন

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

আগস্ট ১৫ ২০২০, ১৩:২৪

নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রাম আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের এক ঝাঁক তরুণ মিলে সংগঠিত জোনাকী ফাউন্ডেশন নামে একটি সংগঠন তারা এই করোনার ঝুঁকির মধ্যেও রাত দিন ২৪ঘন্টা অসুস্থ রোগীকে সেবা দিয়ে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় চট্টগ্রাম আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ গ্রামে ফ্রী চিকিৎসা সেবা দিলেন এই তরুণের সংগঠনটি।

শুক্রবার(১৪আগষ্ট)সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বারখাইন ইউনিয়নের এর্শাদ আলী উচ্চ বিদ্যালয়ের ২০১৩ সালের এস এস সি ব্যাচের সহযোগিতায় তৈলারদ্বীপ বারখাইন মডেল সরকারি প্রাইমারি বিদ্যালয়ের হল রুমে প্রায় ১০০ রোগীকে বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা চিকিৎসা সেবা দিয়েছেন এই তরুণরা।

চিকিৎসা ক্যাম্প চলাকালীন সময়ে পর্যবেক্ষনে আসেন আনোয়ারা ট্রেডিং কর্পোরেশনের সত্ত্বাধিকারী শেখ মুহাম্মদ সরওয়ার হোসেন,জোনাকী ফাউন্ডেশনের উপদেষ্টা মাষ্টার এয়াকুব।পর্যবেক্ষন শেষে এমন মহৎ উদ্যোগের জন্য তাঁরা সন্তুষ্টি এবং ধন্যবাদ জ্ঞাপন করেন।

এইসময় সংগঠনটির সদস্যদের মধ্যে ইরফান হোসেন,শাহদাত হোসেন,ফারহানা আকতার,আছমা মমতাজ,ইকবাল আহম্মদ,মুনতাছিরসহ প্রমুখ উপস্থিত ছিলেন। এই সময় সংগঠনটির চেয়ারম্যান ডাঃ রাশেদুল আলম বলেন করোনা ভাইরাসে বাংলাদেশের মানুষ আক্রান্ত হওয়ার পর থেকে কভিড-১৯,নন কভিডসহ সবধরনের রোগীর পাশে থাকার চেষ্টা করেছি আমাদের সাধ্যমত।আমরা মাঠে কাজ করে যাচ্ছি এখনও মাঠে রয়েছি এবং ইনশাআল্লাহ আমাদের এই কাযক্রম অব্যাহত থাকবে।