তেল, গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ করুন : মাওলানা ইউসুফ আশরাফ

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

ফেব্রুয়ারি ১৩ ২০২২, ১৩:৪৫

বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ বলেছেন, করোনা ও ওমিক্রণ মহামারীর কারণে মানুষ মহা মহাকস্টে রয়েছে। এর মধ্যে তেল, গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের দাম দিন দিন বেড়েই চলছে। সরকারকে সাধারণ মানুষের বিষয়টি বিবেচনায় নিয়ে নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের দাম নিয়ন্ত্রণে কার্যকরী প্রদক্ষেপ নিতে হবে।

তিনি আরও বলেন, হিযাব মুসলিম নারী জাতির মৌলিক অধিকার। কোনো অজুহাতে এ অধিকার হরণ করা অমার্জনীয় অপরাধ। হিযাব নারীর ধর্মীয় স্বাধীনতা। ভারতের কর্ণাটকে হিযাব পরিহিত একজন মুসলিম ছাত্রীকে যেভাবে উগ্র হিন্দুত্ববাদী একদল যুবক জয় শ্রীরামের শ্লোগান তুলে মুসকানকে যেভাবে হেনস্থা ও দুর্বল করতে ছেয়েছিল কিন্তু মুসকান বীরত্বের সাথে আল্লাহু আকবারের শ্লোগান দিয়ে মুসলিম বিশ্বে নিজের মর্যাদা বৃদ্ধি করেছে।

তিনি গ্রেফতারকৃত দলের মহাসচিব মাওলানা মামুনুল হকসহ আলেম-উলামা ও ইসলামী নেতৃবৃন্দের দ্রুত মুক্তির দাবী জানান।

শনিবার (১২ ফেব্রুয়ারি) বিকালে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা আব্দুল আজিজ এর পরিচালনায় এতে আরও উপস্থিত ছিলেন নায়েবে আমীর মাওলানা রেজাউল করিম জালালী, যুগ্মমহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, মুফতি শরাফত হোসাইন, অফিস ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, মাওলানা আবুল হাসানাত জালালী, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা মাহবুবুল হক, সহ-সমাজকল্যাণ সম্পাদক মাওলানা শরীফ হোসাইন, বায়তুলমাল সম্পাদক মাওলানা নিয়মতুল্লাহ, সহ-বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আবু ওয়াফী মুহাম্মদ হাসান, সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, আর্ন্তজাতিক সম্পাদক মাওলানা ফয়েজ আহমদ, নির্বাহী সদস্য মাওলানা আনোয়ার আলী, মাওলানা রুহুল আমীন খান, মাওলানা সাব্বির আহমদ উসমানী, ঢাকা মহানগর ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা নূর মোহাম্মদ আজিজী প্রমূখ।

সভায় দলের যুগ্মমহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদকে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে নির্বাচিত করা হয়।