তেরো জনের আট জনকে উদ্ধার করা হয়েছে গুহা থেকে
একুশে জার্নাল
জুলাই ০৯ ২০১৮, ১৮:২৪

একুশে জার্নাল ডেস্কঃ থাইল্যান্ডে গুহায় আটকে পড়া দলটির এ পর্যন্ত মোট আট কিশোরকে উদ্ধারকারীরা বের করে এনেছেন।
বাকি পাচ জন এখনো আটকে আছেন গুহায়।
এর আগে রোববার চার জনকে উদ্ধার করা হয় যারা সবাই এখন হাসপাতালে দেয়া হয়েছিল।
এর পর সোমবার আবার উদ্ধার অভিযান শুরু হয়।
বার্তা সংস্থা রয়টার খবর দিয়েছে যে উদ্ধারকারীরা স্ট্রেচারে করে বের করে আনা কিশোরদের এ্যামবুলেন্সে তুলছেন বলে দেখা গেছে। অতপর পুলিশ হেলিকপ্টারে করে উদ্ধারকৃতদের নিয়ে যাওয়া হচ্ছে।

উদ্ধারকৃতদের হেলিকপ্টারে নিয়ে যাওয়া হচ্ছে
চিয়াং রাই প্রদেশের ওই গুহাটিতে আটকা পড়ে ১২ জন কিশোর এবং তাদের ফুটবল কোচ দু’সপ্তাহেরও বেশি আগে।
উদ্ধার করা কিশোরদের কারো পরিচয়ই এখনো প্রকাশ করা হয় নি, এবং তাদের পরিবারের লোকেরাও এখনো তাদের সাথে দেখা করতে পারেননি।