তৃতীয় দিনের মত চট্টগ্রামে পাটকল শ্রমিকদের মহাসড়ক অবরোধ

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

এপ্রিল ০৪ ২০১৯, ২২:৫০

তৃতৃীয় দিনের মতো মজুরি কমিশন বাস্তবায়নসহ ৯ দফা দাবিতে সড়কপথ অবরোধ করে আন্দোলন করেছে পাটকল শ্রমিকরা।

নয় দফা দাবি আদায়ে ৭২ ঘণ্টা ধর্মঘটের অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে চট্টগ্রামের অক্সিজেন আমিন জুট মিল শ্রমিকরা সড়ক অবরোধ করে রাখেন। ওই সময় রাস্তায় টায়ার জ্বালিয়ে স্লোগান দেন শ্রমিকরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টার দিকে অক্সিজেন-মুরাদপুর সড়কে আমিন জুট মিলের সামনে সড়ক অবরোধ করেন পাটকল শ্রমিকরা। তাদের অবরোধের কারণে সড়কের দুইপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়।

সিএমপির বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান খন্দকার জানান, কয়েকটি দাবিতে পাটকল শ্রমিকরা সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেন। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদেরকে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিয়েছি। যান চলাচল স্বাভাবিক আছে।

ওসি বলেন, সড়ক থেকে সরলেও শ্রমিকরা সড়কের পাশে অবস্থান করছেন। আমরা তাদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করছি।