তুর্কীর উপর ট্রাম্পের কর বাড়ানোয় এরদোগান-পুতিন এর প্রতিক্রিয়া
একুশে জার্নাল
আগস্ট ১০ ২০১৮, ২৩:০৬
তুরস্কের দুই পণ্যে শুল্ক বাড়িয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখন থেকে তুরস্কের অ্যালুমিনিয়াম ও স্টিল তুরস্কে প্রবেশ করলে আগের চেয়ে দ্বিগুণ কর (অ্যালুমিনিয়ামে ২০ শতাংশ ও স্টিলে ৫০ শতাংশ) দিতে হবে।
শুক্রবার ট্রাম্প এ ঘোষণা দেয়ার কিছুক্ষণ পরই বিষয়টি নিয়ে ফোনালাপ করেছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান।
দুই নেতার ফোনালাপে সিরিয়ার পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে বলে খবর দিয়েছে মধ্যপ্রচ্যের প্রভাবশালী সংবাদমাধ্যম ডেইলি সাবাহ। তবে ফোনালাপের বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।
ইরানের ওপর অবরোধ আর চীন ও রাশিয়ার পণ্যে শুল্ক বসানোর পর এবার তুর্কি পণ্যে দ্বিগুণ কর বসিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমি তুরস্ক থেকে আমদানি করা পণ্যে কর দ্বিগুণ করার নির্দেশ দিয়েছি। ডলারের বিপরীতে তুর্কি লিরার মূল্য কমার কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
খবর: ডেইলি সাবাহর।