তুরস্কে বিমান বিধ্বস্তে ৭ সেনাসদস্য নিহত

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুলাই ১৬ ২০২০, ১৯:১২

তুরস্কের পূর্বাঞ্চলের ঘুমন্ত আগ্নেয়গিরি আরটুস পাহাড়ে সেনাবাহিনীর একটি নজরদারি বিমান বিধ্বস্ত হয়ে সাতজন নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার (১৫ জুলাই) রাতে বিমানটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সোলাইমান সোইলুর।

তিনি জানান, সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে বান ফেরিত মেলান বিমানবন্দর থেকে বিমানটি উড্ডয়ন করেছিল। রাত ১০টা ৩২ মিনিটে বাসকেলে জেলার আশপাশের আকাশে থাকায় সময় শেষবারের মতো কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ করেছিলেন পাইলটরা। এর পর রাত প্রায় ১০টা ৪৫ মিনিটের দিকে বিমানটি রাডার থেকে হারিয়ে গিয়ে যোগাযোগ বন্ধ হয়ে যায়।

পর্বতের দুই হাজার ২০০ মিটার (৭২১৮ ফুট) উচ্চতায় বিমানটি বিধ্বস্ত হয় বলে জানিয়ে তিনি বলেন, এটিতে দুই পাইলট ও পাঁচ প্রযুক্তি কর্মী ছিলেন।

সোমবার থেকে বান ও হাককারি প্রদেশে ২০১৫ মডেলের বিমানটি পর্যবেক্ষণ ও নজরদারি মিশনে ছিল বলেও জানান তিনি। বিধ্বস্তের পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন সোলাইমান।