তুরস্কে পাইলটবিহীন যুদ্ধবিমান সবসময় প্রস্তুত থাকে- এরদোগান

একুশে জার্নাল

একুশে জার্নাল

জানুয়ারি ২৯ ২০১৯, ১২:৪০

একুশে জার্নাল ডেস্কঃ তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়িব এরদোগান সন্ত্রাসীদের প্রতি হুশিয়ারী দিয়ে বলেন, প্রতিরক্ষা শিল্পে তুরস্ক এখন বিশ্বের ৬ টি দেশের একটি। সামরিক ক্ষেত্রে তুরস্কের এ ক্ষমতা রয়েছে,অত্যাধুনিক পরমাণু শক্তি, মানসম্পন্ন ইলেকট্রনিক সিস্টেম এবং পাইলটবিহীন যুদ্ধ বিমান সবসময় প্রস্তুত থাকে

তিনি বলেন, আমরা এমন দুর্ধর্ষ শক্তিশালী যুদ্ধবিমান তৈরির শেষ পর্যায়ে রয়েছি-যা বিশ্বকে অবাক করতে সক্ষম হবে এবং এই বিমানটি হবে রণক্ষেত্রের সবচেয়ে সুপ্রসিদ্ধ।

রবিবার (২৭ জানুয়ারি) দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর আনাতোলিয়ায় কয়েকটি উন্নয়ন প্রকল্প উদ্বোধনের সময় তিনি একথা বলেন।

এরদোগান আরো বলেন, বিগত ১৬ বছরে একেপি সরকার তুরস্কের প্রবৃদ্ধি ৩.৫ শতাংশে উন্নীত করতে সক্ষম হয়েছে।