তুমি এসো শতরঙে শতবার
একুশে জার্নাল ডটকম
অক্টোবর ০৫ ২০১৯, ১৮:৫৮
ফখরুল ইসলাম সাকিব
তীব্রগ্রীষ্মে তৃষ্ণার্ত এই মৃত্তিকায়
বৃষ্টি হয়ে এসো তুমি,
দূর হবে খরা তোমার ছায়ায়।
প্লাবনের মাঝে এসো তুমি
আমার বেঁচে থাকার ত্রাণ নিয়ে
ব্যধির মিছিলের হবে অবসান
তোমার ঐ ত্রাণ পেয়ে।
শরৎতের মেঘ হয়ে এসো তুমি
আমার নীল আকাশে,
হৃদয়ের বিশালতায় রাখব তোমায়
মায়াভরা শীতল পরশে ।
ভোরের কুয়াশায় মনোরমা সৃগ্ধতায়
হেমন্তের হৈমন্তী হয়ে এসো তুমি
আমার ভালবাসায়।
তুষারের রং মেখে হিমালয়ের
আঁকাবাঁকা সড়কে
অনুপম উষ্ণতা নিয়ে এসো তুমি
বুকের প্রবেশসীমিত এলাকায়।
পাতাবিহীন তরুলতায়
এসো তুমি নবীন পাতা নিয়ে
আমার এই স্বপ্নলতায় ।
প্রকৃতির মাঝে মৌসুমির সাঝে
ঋতুপর্ণার রূপে ষড়ঋতুতে
সাজিয়ে দিও আমায়
তোমার নিরবধি ভালবাসায়।