তিনট্যহরি ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবুল এর মৃত্যু
একুশে জার্নাল
অক্টোবর ০৯ ২০১৮, ১১:০৩
কাজী শহিদুল্লাহ ওয়াহিদ: মানিকছড়ি উপজেলার ৪ নং তিনট্যহরি ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম বাবুল(৫৫) আর নেই। দীর্ঘদিন মৃত্যুর সাথে পাঞ্জালরে আজ (৯অক্টোবর) মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় তিনি মৃত্যুবরণ করেছেন। (ইন্নালিল্লাহি —– রাজিউন) । তিনি দীর্ঘ ১ বছর ধরে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তাঁর ২ স্ত্রী, ২ কন্যা সন্তানসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মোঃ রফিকুল ইসলাম বাবুল গত ১ বছরের অধিক সময় ধরে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে ভারতের চেন্নাইতে চিকিসাধীন ছিলেন। সম্প্রতি দেশে আসলেও আগামী ১২ অক্টোবর আবারও ভারত চলে যাওয়ার কথা ছিল। ৯ অক্টোবর ভোর রাতে তাঁর অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম নেওয়ার পথে সে মৃত্যুবরণ করেন। এদিকে তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তাঁর নির্বাচনী এলাকা তিনটহরীসহ মানিকছড়ির সর্বত্র শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে উপজেলা আওয়ামী লীগ, সহযোগি সংগঠন, সামাজিক আজকের প্রজন্ম,বড়ডলু পূর্বানী ক্লাবসহ বিভিন্ন সংগঠন শোকবাণী দিয়েছেন।