তিতাস গ্যাস অফিস অভিমুখে ইসলামী যুব আন্দোলনের বিক্ষোভ মিছিল
একুশে জার্নাল ডটকম
সেপ্টেম্বর ০৬ ২০২০, ১৯:২৩
নারায়ণগঞ্জের তল্লায় বায়তুস সালাহ জামে মসজিদের এসি বিস্ফোরণের ঘটনায় তিতাস গ্যাস কোম্পানীই দায়ী বলে মন্তব্য করেছেন ইসলামী যুব আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের নেতৃবৃন্দ।
আজ রবিবার ০৬ জুন ইসলামী যুব আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর সভাপতি গিয়াসুদ্দীন মুহাম্মাদ খালিদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ রবিউল ইসলামের সঞ্চায়লায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি বলেন, নারায়ণগঞ্জের তল্লায় বায়তুস সালাহ জামে মসজিদের ত্রুটিপূর্ণ গ্যাস সংযোগের কারণে এসি বিস্ফোরণের ঘটনার জন্য সম্পূর্ণরূপে দায়ী তিতাস গ্যাস কোম্পানী। তিতাস গ্যাস কোম্পানীর কিছু অসাধু কর্মকর্তা ও কর্মচারীদের দুর্নীতির কারণে দীর্ঘদিন মসজিদ কমিটি অভিযোগ করার পরেও মসজিদের ভিতরের গ্যাসের লিকেজ লাইনটি সংস্কার না করে বরং মসজিদ কমিটির নিকট মোটা অংকের উৎকোচ (ঘুষ) দাবী করে, যা মসজিদ কমিটির পক্ষে বহন করা সম্ভব ছিল না। আর এই সকল কর্মকর্তা ও কর্মচারীদের কারণেই আজ এই দুর্ঘটনার স্বীকার সাধারণ ধর্মপ্রাণ মুসুল্লিগণ। উক্ত দূর্ঘটনায় যে ২৪ জন মুসুল্লি নিহত হয়েছ তাদের পরিবারের ক্ষতি কাটিয়ে উঠতে প্রত্যেক মৃত্যু ব্যক্তির ক্ষতিপূরণ দাবী করেন এবং যারা এখণও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাদের সম্পূর্ণ চিকিৎসা ব্যয়ভার ও পরবর্তী তাদের পরিবারের আর্থিক সংকট নিরসনের ব্যবস্থা তিতাস গ্যাস কোম্পানীকে করতে হবে। পাশাপাশি সরকারকে সঠিক ভাবে শেখ হাসিনা বার্ণ ইউনিটে কর্তব্যরত চিকিৎসা ও সকল সংশ্লিষ্টদের সেবা প্রদান করতে হবে।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করেছেন। ঐ কমিটিকে বলা হয়েছে ১০ দিনের মধ্যে প্রতিবেদন পেশ করার জন্য। কিন্তু যুব আন্দোলনের পক্ষ থেকে দাবী করা হয়েছে ১০ দিন নয় অতিদ্রুত তদন্ত প্রতিবেদন দাখিল করত: এসব কর্মকান্ডের সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।
১. প্রত্যেক শহীদ পরিবারকে ২০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণবাবদ তিতাস কোম্পানির দিতে হবে।
২. এখন যারা অসুস্থতাজনিত কারণে চিকিৎসাধিন আছে তাদেরকে ৫ লক্ষ টাকা এবং রাষ্ট্রীয়ভাবে চিকিৎসার ব্যয়বহন করতে হবে।
৩. দুর্ঘটনাজনিত মসজিদ এখন বন্ধ আছে সেই মসজিদ খুলে দেওয়া এবং দুর্ঘটনার কারণ আগামী ২৪ ঘন্টার ভিতরে পেশ করতে হবে।
৪. মসজিদ কমিটির উপরে কোন প্রকার হয়রানি ব্যবস্থা গ্রহণ করলে কঠিন কর্মসূচী দিতে বাধ্য থাকবো।
৫. আগামী শুক্রবার প্রত্যেক মসজিদে জুম্মা বাদ নিহত ও আহতদের জন্য দুআর আয়োজন করা হয়েছে।
অন্যদিকে নারায়ণগঞ্জের যে সকল স্থানে তিতাস গ্যাস কোম্পানীর সংযোগ রয়েছে তার প্রায় জায়গায় বৃষ্টি হলেই দেখা যায় বুদবুদ শব্দ শোনা যায়, তার মানে ঐ সকল জায়গায় তাদের লাইনের ত্রæটি রয়েছে। অতি দ্রুত এই সকল সংযোগের মেরামত করে জনগণের জীবনের নিশ্চয়তা প্রদান করতে হবে যাতে করে দ্বিতীয়বারের মত এমন অনাকাঙ্খিত ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।
ইসলামী যুব আন্দোলনের এই দাবী বাস্তবায়ন করতে যদি কর্তৃপক্ষ কালক্ষেপন করেন কিংবা কোনরূপ তালবাহানা করেন তাহলে নারায়ণগঞ্জের সকল জনগণকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
এতে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি মানসুর আহমদ সাকী, কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য সম্পাদক মুফতি শেখ মুহাম্মাদ নুর-উন-নাবী, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নারায়ণগঞ্জ মহানগর ভারপ্রাপ্ত সভাপতি মুহাম্মাদ নুর হোসেন, সেক্রেটারী সুলতান মাহমুদ, বামুক জেলা সাধারণ সম্পাদক মুফতী মাসুম বিল্লাহ, যুব আন্দোলনের কেন্দ্রীয় পরামর্শ পরিষদের সদস্য প্রকৌশলী ওমর ফারুক, মহানগর সভাপতি গিয়াসুদ্দীন মুহাম্মাদ খালিদ, সহ-সভাপতি ডাঃ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক হাফেজ রবিউল ইসলাম প্রমুখ।