তা লে বা ন দাসত্বের শিকল ভেঙেছে
একুশে জার্নাল ডটকম
আগস্ট ১৭ ২০২১, ০৯:২৬

আমেরিকার সরাসরি মদদপুষ্ট আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনী সরকারকে হটিয়ে দীর্ঘ ২ দশক পর তালেবানের কাবুল জয়কে “তালেবান দাসত্বের শিকল ভেঙেছে” বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
পাক প্রধানমন্ত্রী বলেন, সাংস্কৃতিক আগ্রাসন মানসিক দাসত্বের শামিল। আর মানসিক দাসত্ব শারিরীক দাসত্বের চেয়েও ভয়ানক। সাংস্কৃতিক দাসত্বের শিকল ভাঙা কঠিন। আফগানিস্তানে তালেবান দাসত্বের শিকল ভেঙেছে।
২০০১ সালে তালেবানের হাত থেকে ক্ষমতা ছিনিয়ে নেওয়ার পর দীর্ঘ ২০ বছর ধরে আফগানিস্তানে আগ্রাসন চালায় আমেরিকা ও তার সহযোগী দেশগুলো। আগামী ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে সকল সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় আমেরিকা।
আমেরিকা সেনা প্রত্যাহারের আগেই মাত্র ১০ দিনে মধ্যে অবিশ্বাস্য ভাবে পুরো আফগানিস্তানের দখল নেয় তালেবান।
রবিবার (১৫ আগস্ট) কাবুল শান্তিপূর্ণ ভাবে দখল করলে সাধারণ ক্ষমা ঘোষণা করে তারা।
কাবুলে অবস্থিত প্রেসিডেন্ট প্রাসাদে তালেবান যোদ্ধারা অবস্থান নেওয়ার পর পদত্যাগ করেন প্রেসিডেন্ট আশরাফ গনী। তিনি তাজিকিস্তানে পলায়ন করলে তালেবান দীর্ঘ ২০ বছরের যুদ্ধ শেষ হওয়ার ঘোষণা দেন।
আরিফ মুসতাহসান