তা লে বা ন কে পূর্ণ সমর্থন দিলেন আশরাফ ঘানির ভাই

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

আগস্ট ২২ ২০২১, ০৬:১৬

রাজনৈতিক পটপরিবর্তন ঘটে যাওয়ায় পর এবার আফগানিস্তানের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আশরাফ ঘানির ভাই তালেবানের প্রতি পূর্ণ সমর্থনের ঘোষণা দিলেন।

(২১ আগস্ট) তালেবান নেতাদের সাথে দেখা করেন সাবেক প্রেসিডেন্টের ছোট ভাই হাসমত ঘানি আহমদজাই।

এ নিয়ে তালেবানের পক্ষ থেকে প্রচারিত ভিডিওতে সূত্রে দেখা যায়, তালেবানকে সমর্থন দেয়ার পর হাসমত ঘানি হাসিমুখে করমর্দন করছেন গোষ্ঠীটির শীর্ষ নেতা খলিল উর রহমান হাক্কানি ও মুফতি মাহমুদ জাকির সাথে।

এদিকে রাজনৈতিক প্রেক্ষাপটে এ ঘটনাকে আশরাফ ঘানির জন্য বড় ধরনের ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। আশরাফ ঘানি প্রেসিডেন্ট থাকাকালে তার ভাই হাসমত ঘানি গ্রান্ড কাউন্সিল অব কুচিসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

তালেবানের কাবুল অভিযানের মুখে গত ১৫ আগস্ট আফগানিস্তান থেকে পালিয়ে যান আশরাফ ঘানি। এরপর থেকে আরব আমিরাতে আশ্রয় নেয়া ঘানির দাবি, তিনি দেশ ছেড়েছেন রক্তপাত এড়াতে।

এদিকে দেশটিতে নতুন সরকার গঠনের সবরকম কার্যক্রম পরিচালনা করছে তালেবান। আইন, ধর্ম, ও বিদেশনীতির উপর ভিত্তি করে নতুন সরকার গঠন করা হবে বলে তালেবানের পক্ষ থেকে জানানো হয়েছে।