তা’লে’বা’নের বিজয়ে বাংলাদেশে মিষ্টি বিতরণ
একুশে জার্নাল
আগস্ট ১৭ ২০২১, ১২:৪০

ইলিয়াস সারোয়ার:
তা লে বানের বিস্ময়কর বিজয়ের আনন্দে বাংলাদেশীদের অনেকের মধ্যেই মিষ্টি বিতরণের ধুম পড়েছে। পারিবারিক ও সামাজিকভাবে মিষ্টি বিতরণের পর অনেকেই ফেসবুকে তার জানান দিচ্ছেন।
আব্দুল্লাহ আল খায়ের ভিআইপি মিষ্টি ঘরের মিষ্টিসহ মিষ্টির বাক্সের ছবি পোস্ট করে লিখেছেন- “তা-লে-বা-ন মু-জা-হি-দ-দের বিস্ময়কর বিজয়ের খুশিতে আজ শোকরানার তাহাজ্জুদ নামাজ পরবর্তী রসগোল্লা বিতরণ হবে। সকলের নিমন্ত্রণ রইলো!”
দুই বাটি মিষ্টির ছবি পোস্ট করে হাবিব জনি লিখেছেন- “আফ গানি দের খুশিতে খুশি হয়ে মিস্টি বিতরন করলাম। হাতেরটা ঐ শায়েখদের জন্য যারা দেখে ফেলে। ” এই পোস্টের নিচে মিষ্টি খাওয়া নিয়ে ৬৭ টি কমেন্ট করা হয়েছে।
মুফতী মাসুম বিল্লাহ লিখেছেন, “আজ বিকালে কাযা আদায় করেছি! আলহামদুলিল্লাহ!” ১২ ঘন্টায় এই পোস্টটিতে ৫৬৪ লাইক আর ৪৪ টি কমেন্ট করা হয়েছে। ইসমাইল বিন কবির মন্তব্য করেছেন, হুজুর আমিও…। মাহমুদ রানা মন্তব্য করেছেন, উস্তাদ! আপনার মত আমিও কাযা আদায় করছি! মোঃ মাহবুবুর রহমান লিখেছেন, আদায় করেছি। কাজা হতে দিইনি।
কাজী নাঈম ও মাহমুদ হাসান ফুয়াদ শুধু মিষ্টি আর সমুচার ছবি প্রকাশ করেছেন। মোল্লা মাহফুজুল হক মিষ্টির বাক্সের ছবি প্রকাশ করে লিখেছেন- “মাশাআল্লাহ! একটু আগে…।” ফয়সাল মাহমুদ লিখেছেন, আমিও ভাগ পেয়েছি। আলহামদুলিল্লাহ। জাকির হোসেন জাকারিয়া লিখেছেন, মুহতারাম আমারাও সম্পন্ন করলাম। আব্দুল্লাহ আল হুজাইফা লিখেছেন, হাম ভি কাজা আদায় কার দিয়া!
তালে বানের বিজয় মুসলমানদের বিজয়। পৃথিবীর অন্তত একটি জায়গায় খেলাফত ব্যবস্থা কায়েম হবার খুশিতে সবাই বিহ্বল। এই উপলক্ষকে কেন্দ্র করে মিষ্টি খাওয়া ও বিতরণ এরই বহিঃপ্রকাশ।