তা’লে’বা’নের বিজয়ে জাতিকে শোকর ও দোয়ার আহ্বান পাকিস্তান বেফাকের
একুশে জার্নাল
আগস্ট ১৭ ২০২১, ২০:১৩

ইলিয়াস সারোয়ার:
বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তান এর মাওলানা আনোয়ারুল হক, মাওলানা মোঃ হানিফসহ অন্যান্য নেতৃবৃন্দ আফগানিস্তানে তালেবানের বিজয়ে সবাইকে শুকরিয়া আদায় এবং দুয়া করার আহ্বান জানিয়েছেন।
তাঁরা তালেবানদের বিজয়কে মুসলিম উম্মাহর সামষ্টিক বিজয় আখ্যায়িত করেছেন এবং তালেবানের শান্তিপূর্ণ অগ্রসরমানতাকে হিকমত এবং কৌশলপূর্ণতার দৃষ্টান্ত আখ্যায়িত করেছেন।
বেফাকুল মাদারিস নেতৃবৃন্দ বলেছেন যে, দ্বীনি মাদ্রাসা সংশ্লিষ্টরা উসওয়াতুল হাসানাহ এর উপর আমল করে মক্কা বিজয়ের স্মৃতি মনে করিয়ে দিয়েছেন। বেফাকুল মাদারিস নেতৃবৃন্দ বিশেষভাবে দোয়ার প্রতি গুরুত্বারোপ করতে জাতির প্রতি আহ্বান জানিয়েছেন।
নেতৃবৃন্দ বলেন, তালেবানদের বিজয় আল্লাহ রাব্বুল ইজ্জতের সাহায্য এবং নুসরাতের কারিশমা। এটা প্রমাণ করে দিয়েছে যে, জুলুম অত্যাচারের শেষ পরিণাম ধ্বংসই হয়ে থাকে।
তালেবানের শান্তিপূর্ণভাবে অগ্রসর হওয়া অত্যন্ত কৌশলপূর্ণ ও দূরদৃষ্টিসম্পন্নতার দৃষ্টান্ত আখ্যায়িত করে নেতৃবৃন্দ বলেন, তালেবান সাধারণ ক্ষমা ঘোষণা করে উসওয়াতুল হাসানাহর ওপর আমল করেছেন, তা মক্কা বিজয়কে মনে করিয়ে দিল।
নেতৃবৃন্দ তালেবানের বিজয়ে সবাইকে শুকরিয়া আদায় এবং নফল নামাজ পড়ে দোয়া করার প্রতি গুরুত্বারোপ করেছেন। মহান আল্লাহ যেন অশান্তি এবং রক্তপাত থেকে তাদের হেফাজত করেন, ইসলামী নেজামের বসন্ত দেখার সুযোগ দেন এবং শত্রুদের সকল প্রকার চক্রান্ত ব্যর্থ করে দেন।