তারাবির নামাজের সময় মসজিদে অগ্নিকাণ্ড: আহত ২

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

এপ্রিল ০৪ ২০২২, ০৫:১৬

গাজীপুরের টঙ্গীতে মসজিদে শটসার্কিটের ফলে আগুন লেগে এসি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (২ এপ্রিল) এশার নামাজের পর টঙ্গীর উত্তর আরিচপুর গাজীবাড়ি শাহী জামে মসজিদে এই ঘটনা ঘটে। তবে দ্রুত আগুন নিভিয়ে ফেলায় অল্পে বেঁচে গেল মুসল্লিদের প্রাণ। এ ঘটনায় অন্তত দুজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৮ দিকে এশার নামাজ শেষে তারাবি শুরু হওয়ার পরপরই বৈদ্যুতিক সার্কিট ব্রেকারে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে নামাজরত মুসল্লিদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

স্থানীয় ৫৬নং ওয়ার্ড কাউন্সিলর আবুল হোসেন জানান, নামাজের সময় হঠাৎ করে বিকট শব্দে আওয়াজ হলে মসজিদে নামাজরত মুসল্লিরা আতঙ্কিত হয়ে পরেন। পরে সবাই নিরাপদে বের হয়ে এসেছেন। মুসল্লিদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। হুড়োহুড়ির কারণে ২-৩ জন মুসল্লি সামান্য আহত হয়েছেন।

ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা ইকবাল হাসান জানান, শনিবার রাতে ওই মসজিদে প্রথম তারাবির নামাজ অনুষ্ঠিত হয়। এ সময় হঠাৎ বৈদ্যুতিক বোর্ডে আগুন লেগে বৈদ্যুতিক লাইনের মাঝে আগুন ছড়িয়ে পড়ে একসঙ্গে তিনটি এসি বিস্ফোরণ হয়।ফায়ার সার্ভিস আসার আগেই আগুন নিয়ন্ত্রণে আসে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। উপস্থিত মুসল্লিদের সচেতনতাই বড় দুর্ঘটনা হয়নি বলেও জানান তিনি।