তারাচরণ স্মৃতি সংসদের উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধ সামগ্রী ও সচেতনতামূলক হ্যান্ডবিল বিতরণ
একুশে জার্নাল
মার্চ ৩০ ২০২০, ১৬:৩৮

এস টি মানিক,পটিয়া প্রতিনিধি:
দক্ষিণ চট্টগ্রাম তথা পটিয়া’র সু-প্রাচীন সংগঠন “তারাচরণ স্মৃতি সংসদ”-পরিবার’র উদ্যোগে “করোনা ভাইরাস” প্রতিরোধ কর্মসূচি’র আলোকে বিনামূল্যে “মাস্ক, হ্যান্ড-স্যানিটাইজার ও সচেতনতামূলক হ্যান্ডবিল” বিতরণ। করোনা ভাইরাসে আক্রান্ত পুরো পৃথিবী। বাংলাদেশ’র মত ঘনবসতিপূর্ণ দেশ’ও এই ভাইরাস আস্তে আস্তে মানুষ’র মাঝে ছড়িয়ে পড়ছে। সমাজ’র প্রতি দায়িত্ববোধ’র অংশ হিসেবে “মানবিক ও সামাজিক সংগঠন” পটিয়া’র সু-প্রাচীনতম “তারাচরণ স্মৃতি সংসদ”-পরিবার’র উদ্যোগে গত ২৬ ও ২৭ মার্চ ২০২০খ্রীঃ “১০নং ধলঘাট ইউনিয়ন”র আওতাধীন গ্রাম’র সর্বস্তর’র জনসাধারণ’র মধ্যে বিনামূল্যে “মাস্ক, হ্যান্ড-স্যানিটাইজার ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।