তারাগঞ্জে কেন্দ্রীয় ইয়াতিমখানা প্রতিষ্ঠা উপলক্ষে সমাবেশ
একুশে জার্নাল
আগস্ট ২৩ ২০২০, ১৫:০৪
রংপুরের তারাগঞ্জে ওয়াকফ স্টেট(ও/এ) ফাজিল স্নাতক মাদরাসার উদ্যোগে কেন্দ্রীয় ইয়াতিমখানা প্রতিষ্ঠা উপলক্ষে শনিবার মাদরাসা মিলনায়তনে মতবিনিময় ও সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
দুপুরে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন তারাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আনিছুর রহমান লিটন। তারাগঞ্জ ও/এ ফাজিল মাদরাসার পৃন্সিপ্যাল ড.এ.এস এম আব্দুস সালামের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন তারাগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি আতিয়ার রহমান, সাবেক কুর্শা ইউনিয়ন পরিষদ চেযারম্যান ও জেলা পরিষদ সদস্য শাহিনুর রহমান মার্শাল, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাহমুদা খাতুন, আলমপুর ইউনিয়ন চেয়ারম্যান(ভারপ্রাপ্ত) মো: এনামুল হক, ইকরচালি ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, কুর্শা ইউপি চেয়ারম্যান আফজালুল হক সরকার, সৈয়দপুর উপজেলার খাতা মধুপুর ইউপি চেয়ারম্যান জুয়েল চৌধুরী, শ্রমিকলীগ উপজেলা সভাপতি কামরুজ্জামান মিলন, মাদরাসার পরিচালনা কমিটির সদস্য অধ্যক্ষ আব্দুল হামিদ প্রমুখ।
এসময় উদ্যোক্তারা বলেন, উপজেলার হত দরিদ্র ও পথ শিশুদের সুশিক্ষিত করার জন্য এই এতিমখানা প্রতিষ্ঠা করা হবে। এজন্য প্রশাসনসহ সকল স্তরের মানুষের সহযোগিতা কামনা করেন তারা। মতবিনিময় সভা শেষে প্রস্তাবিত ইয়াতিমখানাটির জমিও পরিদর্শন করেন আমন্ত্রিতরা। সুধি সমাবেশে তারাগঞ্জের উপজেলা প্রশাসন, বিভিন্ন মাদরাসা, কলেজসহ শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, অধ্যক্ষসহ সমাজের বিভিন্নস্তরের সুধিরা অংশ নেন। এসময় ইয়াতিমখানাটির কার্যক্রম দ্রুত শুরু করার ব্যাপারে সিদ্ধান্ত হয়।