তারাকান্দায় যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশুদিবস ২০২০ পালন
একুশে জার্নাল
মার্চ ১৭ ২০২০, ১৯:৩৩

তারাকান্দা(ময়মনসিংহ) প্রতিনিধি : নীহার বকুল ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মুজিব জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২০ পালিত হয়েছে। এ উপলক্ষে দিনের কার্যসূচিতে ছিল সর্যো দয়ের সাথে সাথে থানা চত্বরে ৩১ বার তোপধ্বনি,উপজেলা কার্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বৃৃৃক্ষরোপন,ও দোয়ার মাহফিল। পরে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতা তারাকান্দা উচ্চ বিদ্যালয় অনুষ্ঠিত হয়।তালদিঘী এতিমখানায় উন্নতমানের খাবার ও মিষ্টি বিতরণ করা হয়।বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে বঙ্গবন্ধু ও বাংলাদেশের জন্য বিশেষ প্রার্থনা পরিচালিত হয়।পরে উপজেলা সদরে এক আলোচনা সভার আয়োজন করা হয়,
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তারাকান্দা উপজেলা চেয়ারম্যান এডভোকেট ফজলুল হক বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না। আমি উপজেলা চেয়ারম্যান হতে পারতাম না। আপনারা উপজেলার কর্মকর্তা-কর্মচারী কিছুই হতে পারতেন না। আমরা সবাই আজকের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করি।
আলোচনা সভায় তারাকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রদীপ কুমার চক্রবর্তী রনু ঠাকুর বলেন, শেখ মুজিবুর রহমান বাংলার অবিসংবাদিত নেতা আমরা তার অনুসারী মাননীয় প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে আজকে বাংলাদেশ শুধু নয় পৃথিবীর অনেক দেশেই মুজিব জন্মশতবর্ষ উদযাপন করছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে এজন্য ধন্যবাদ জানাই।
মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তারাকান্দা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব বাবুল মিয়া সরকার বলেন, শেখ মুজিবুর রহমান, বাঙালি এবং বাংলাদেশ একই সূত্রে গাঁথা, আমরা তারাকান্দা উপজেলা আওয়ামীলীগ আজ ঐক্যবদ্ধ, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে, ফুলপুর তারাকান্দার গণমানুষের নেতা গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এর সার্বক্ষণিক দিকনির্দেশনায় একটি আধুনিক তারাকান্দা উপজেলা গঠনের লক্ষে সর্বাত্মক কাজ করে যাচ্ছি।
তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা চিত্রা শিকারির সভাপতিত্বে উপজেলা হলরুমে আয়োজিত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন,ও সালমা আক্তার কাকন,অফিসার ইনচার্জ আবুল খায়ের সোহেল, তারাকান্দা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মেজবাহ উল আলম রুবেল চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম সরকার, শামসুল আলম রাজু,শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক,নূরুজ্জামান সরকার বকুল,দপ্তর সম্পাদক, নয়ন চন্দ্র সরকার,উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক,হরযত আলী তুষার,যুবলীগের আহবায়ক, আব্দুল মান্নান, যুগ্ম-আহ্বায়ক, বিপ্লব চৌধুরি,সুমন বিকাশ, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি জুয়েল চৌধুরী, সাধারণ সম্পাদক,কাজল সরকার, ছাত্রলীগ সভাপতি, রাকিব হাসান মাজহারুল,সাধারণ সম্পাদক শিবু চন্দ্র দাস, সকল ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ,ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ এবং তারাকান্দা উপজেলা প্রশাসনের সকল বিভাগীয় কর্মকর্তা সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।