তারাকান্দায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৩

একুশে জার্নাল

একুশে জার্নাল

এপ্রিল ০৫ ২০২০, ১৮:৫৬

নূরুজ্জামান সরকার নীহার বকুল, তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি: জমি সংক্রান্ত বিরোধের জেরে আজিজুল ইসলাম মন্ডল (৩২) নামে এক ব্যাক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় আরও তিনজন মারাত্মকভাবে আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

নিহত আজিজুল ইসলাম মন্ডল বালিখা গ্রামের মৃত আঃ মজিদ মন্ডলের ছেলে। ৪ এপ্রিল শনিবার ৩ঘটিকার সময় উপজেলার বালিখা ইউনিয়নের মালিডাঙ্গা গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।

তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের সোহেল জানান, বালিখা ইউনিয়নের মালিডাঙ্গা গ্রামের শফিকুল ইসলাম ও আজিজুল মন্ডলদের সাথে দীর্ঘদিন যাবৎ জমি নিয়ে বিরোধ চলে আসছিল। সেজন্যে শনিবার দুপুর তিনটার দিকে মসজিদের সামনে শফিকুলের নেতৃত্বে পূর্বপরিকল্পিতভাবে বেশ ক’জন অতর্কিত হামলা চালায় আজিজুলসহ অপর চারজনের উপর। এ সময় হামলাকারীরা আজিজুলসহ সাথের লোকজনকে এলোপাথারী পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা ডাক-চিৎকার শুনে তাদেরকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে বিকালে চিকিৎসাধীন অবস্থায় আজিজুল মন্ডলের মৃত্যু হয়। লাশ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

জানা যায়, তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সাথে জড়িত সন্দেহে ২জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় একটি হত্যামামলা দায়ের করা হয়েছে। মামলা নং-০৯ তারিখ ০৫-০৪-২০২০,

অফিসার ইনচার্জ জানান যে, গ্রেফতার হওয়া দুইজনকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করে জেলহাজতে প্রেরণ করা হবে।