তারাকান্দায় কিশোরী ধর্ষণের অভিযোগে ধর্ষক আটক

একুশে জার্নাল

একুশে জার্নাল

মার্চ ১৮ ২০২০, ০০:৩৭

নীহার বকুল, তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের তারাকান্দা থানায় কিশোরী ধর্ষণের অভিযোগে এক অভিযুক্তকে আটক করা হয়েছে।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের জানান, তারাকান্দা উপজেলাধীন ভালকী গ্রামের এক কিশোরী ধর্ষণের অভিযোগে আমরা অভিযান চালিয়ে ধর্ষক হাফিজুল (২২)-কে আটক করতে সক্ষম হয়েছি।

জানা যায়, ভালকি গ্রামের আব্দুল কাইয়ুম এর পুত্র হাফিজুল পার্শ্ববর্তী বাড়ির বাসিন্দা কিশোরীকে বাড়ির পাশে অবস্থিত ফিসারিতে নিয়ে ধর্ষণ করে এই মর্মে তারাকান্দা থানায় অভিযোগ করেন কিশোরীর পিতা। প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে তারাকান্দা থানা পুলিশ অভিযুক্তের বাড়ীতে সোমবার রাতে অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়।