তাবলীগের চলমাম সঙ্কট নিরসনে আগামীকাল হাটহাজারীতে বৈঠক
একুশে জার্নাল
ডিসেম্বর ০৯ ২০১৮, ১২:৪৪
হাবীব আনওয়ার:তাবলীগের চলমান সঙ্কট নিরসনে আগামীকাল ১০ ই ডিসেম্বর (সোমবার) সকাল ১০ টায় দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসায় বৈঠকে বসবেন সারাদেশের আলেম-ওলামা ও তাবলীগের দায়িত্বশীলগণ।
১১ডিসেম্বর মঙ্গলবার বৈঠকের কথা থাকলেও একদিন এগিয়ে আগামীকাল ১০ ডিসেম্বর করা হয়েছে।
হাইআতুল উলয়ার চেয়ারম্যান ও হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী এতে সভাপতিত্ব করবেন। উপস্থিত থাকবেন হাটহাজারী মাদরাসার সহকারী মুহতামিম আল্লামা জুনায়েদ বাবুনগরীও।
এছাড়াও সম্মেলনে উপস্থিত থাকবেন, ঢাকার শীর্ষস্থানীয় আলেমসহ সারাদেশের প্রতিটি জেলার অন্তত দুজন করে আলেম উপস্থিত থাকবেন সম্মেলনে। সম্মেলনে আলেমরা নিজ নিজ জেলার অবস্থান তুলে ধরবেন।
এতে তাবলিগ জামাতের সাম্প্রতিক সঙ্কট ও ইজতেমায় হামলাকারীদের বিচারের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসবে।
এর আগে গত ৬ ডিসেম্বর কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের কেন্দ্রীয় কার্যালয়ে উলামায়ে কেরাম ও তাবলিগের মুরব্বিদের বৈঠকে এ সম্মেলনের সিদ্ধান্ত হয়।
ওই বৈঠকে টঙ্গি ময়দানকে মসজিদ মাদরাসা সবগুজারির জন্য অবমুক্ত করাসহ ওয়াসিফুল ইসলাম, মাওলানা মোশারফ হোসাইন, খান শাহাবুদ্দিন নাসিম ও ইউনুস সিকদারকে স্থায়ীভাবে কাকরাইল থেকে বহিস্কারের দাবি জানানো হয়।