তাবলিগের চলমান সমস্যার মূলে ওলামায়ে ছু -আল্লামা মাহমুদুল হাসান

একুশে জার্নাল

একুশে জার্নাল

অক্টোবর ০৪ ২০১৮, ২০:১২

মাহমুদ আবদুল্লাহ: ঢাকার জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া যাত্রাবাড়ি মাদরাসার মুহতামিম ও মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের আমির আল্লামা মাহমুদুল হাসান বলেন, তাবলিগের চলমান ফেৎনার মূলে
ওলামায়ে ছু। এরা একজন আরেকজনকে মানে না। কেউ নেতৃত্ব ছাড়তে চায় না। টাকার লোভে সবাই আমীর হতে চায়। তাবলিগে যতদিন টাকার লোভ ছিল না, ততদিন তাবলিগে কোনো ফেতনাও ছিল না।

তিনি গতকাল (৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার) বাদ মাগরিব ঢাকার ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া দারুল উলূম মাদানিয়া যাত্রাবাড়ি মাদরাসার শাহী জামে মসজিদে নিয়মিত তাফসীর আলোচনায় এসব কথা বলেন।

তিনি আরও বলেন, মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের কোনো
ফান্ড নেই। তাই কেউ আমীরও হতে চায় না। কাকরাইলের কয়েকজন শুরা সদস্যদের ইঙ্গিত করে তিনি বলেন, আমি তাদের কাছে টাকার হিসাব চেয়েছিলাম। তখন তারা বলে, এই বিষয়ে আমাদের মাঝে কোনো সমস্যা নেই! এবিষয় বাদ দেন! তারা কোনো হিসাব দিতে পারেনি।

এর আগে তিনি তাফসীর আলোচনায় বলেন, আজকে আমরা নবীর সুন্নত মানব তো দূরের কথা, বরং আমরা নবীর কলিজায় আঘাত করি। জমিনে ফেৎনা-ফাসাদ করি।
মানুষের মাঝে সবচে’ বড় ফেতনা হলো আলেমদের ফেতনা। সব আলেমদের থেকে নয়, ফেতনা হয় ওলামায়ে ছু’দের মাধ্যমে। ওলামায়ে ছু’দের চিনার আলামত হলো, তারা মানুষকে কষ্ট দেয়, তিরস্কার করে , মানুষের অন্তরে আঘাত করে, অহংকার করে, মানুষকে গালি দেয়, গুনাহে কবীরা করে। এসবের পরও তারা তওবা করে না, এরাই হলো উলামায়ে ছু।

এরা শুধু নিজেরটা বুঝে। এরা মানুষের মাঝে ঝগড়ায় লিপ্ত হয়। এরা টাকার পিছনে ছুটে। এদের কারণে আজ সবাই ফেতনায় যুক্ত হয়ে যাচ্ছে। এদের থেকে সাবধান!

তিনি আরও বলেন, বর্তমান তাবলিগের এই ফেৎনার মূলে দুইটি কারণ- ১. টাকার লোভ ২. নেতৃত্বের লোভ। এই দুইটি যতদিন দূর না হবে, ততদিন সমস্যার সমাধান হবে না।
উপস্থিত সকলের উদ্দেশ্যে তিনি বলেন, সবাই মিলে থাকো। পরস্পর এক হয়ে যাও, তোমাদের ভেতর থেকে পরস্পর ঝগড়া করো না। মুনাফিকদের তালিকায় নাম লিখিও না। আমাদের ঈমান মজবুত না। ঈমানকে মজবুত করতে হবে। হারাম
রিযিক থেকে বেঁচে থাকতে হবে। সর্বপ্রকার গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। শত্রুতা করো না। একসাথে থাকো। হেকমতের সাথে কাজ করো।