‘তাফসীরে তাওযীহুল কুরআন’ এর অ্যান্ড্রয়েড অ্যাপ এখন উন্মুক্ত
একুশে জার্নাল ডটকম
এপ্রিল ০৩ ২০২২, ১৯:২৬

বিশ্ববিখ্যাত ইসলামিক স্কলার শাইখুল ইসলাম মুফতি মুহাম্মাদ তাকী উসমানি রচিত ও মাওলানা আবুল বাশার মুহাম্মদ সাইফুল ইসলাম অনুদিত ‘তাফসীরে তাওযীহুল কুরআন’ এর অ্যান্ড্রয়েড অ্যাপ অবমুক্ত হয়েছে।
২ এপ্রিল (শনিবার) এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে অ্যাপটি গুগল প্লে-স্টোরে উন্মুক্ত করা হয়। অ্যাপটি সম্পূর্ণ বিজ্ঞাপন-মুক্ত
রাজধানী ঢাকার তেজগাঁও পলিটেকনিক জামে মসজিদে আজ শনিবার সকালে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদগ্ধ মুহাদ্দিস মাওলানা আব্দুল মালেক (আমীনুত তালীম, মারকাযুদ দাওয়াহ আল-ইসলামিয়া ঢাকা) ও ‘তাফসীরে তাওযীহুল কুরআন’ এর সম্মানিত অনুবাদক মাওলানা আবুল বাশার মুহাম্মদ সাইফুল ইসলাম (শাইখুল হাদীস, জামিয়াতুল উলূমিল ইসলামিয়া, মোহাম্মদপুর, ঢাকা) যৌথভাবে অ্যাপটি উদ্বোধন করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বইটির প্রকাশক মাওলানা মুহাম্মদ হাবীবুর রহমান খান (সত্ত্বাধিকারী, মাকতাবাতুল আশরাফ বাংলাবাজার, ঢাকা) ও অ্যাপটির প্রস্তুতকারী প্রতিষ্ঠান “মারকাযুল কুরআন ঢাকা” এর পরিচালক মাওলানা আবু সায়েম প্রমুখ।
তাফসীরটি এখন ‘মারকাযুল কুরআন’ অফিসিয়াল অ্যাপের ভেতর পাওয়া যাচ্ছে এবং শীঘ্রই স্বতন্ত্র অ্যাপ আকারেও গুগল প্লে-স্টোরে মাকতাবাতুল আশরাফের ঠিকানায় পাওয়া যাবে।
সকলের কাছে অ্যাপটির বহুল প্রচার কামনা করছি। নিউজটি শেয়ার, কমেন্ট ও লাইক করে এবং গুগল প্লে-স্টোরে রেটিং ও রিভিউ দেওয়ার মাধ্যমে সকলের সহযোগিতা আশা করছি।
গুগল প্লে-স্টোর থেকে ‘মারকাযুল কুরআন’ অ্যাপ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
অথবা গুগল প্লে-স্টোরে ‘মারকাযুল কুরআন’ লিখে সার্চ করুন।
উল্লেখ্য, যাদের মোবাইলে ‘মারকাযুল কুরআন’ অ্যাপটি আগে থেকেই ইন্সটল করা আছে তারা গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি আপডেট করে নিন।
অ্যাপটির উল্লেখযোগ্য বৈশিষ্ট্যাবলী—
- বাংলায় ও আরবীতে সূরার নাম বা ক্রমিক নাম্বার লিখে দ্রুত সূরা খুঁজে বের করা
- আরবী আয়াত, বাংলা অনুবাদ ও তাফসীরের কোন শব্দ বা বাক্য লিখে তা খুঁজে বের করা
- ড্রপ-ডাউন মেনু থেকে কোন সূরার নির্দিষ্ট আয়াত বের করা
- সর্বশেষ যে আয়াত পড়েছিলেন এক ক্লিকে সেখানে যেতে ‘সর্বশেষ পঠিত’ অপশন
- পছন্দনীয় আয়াত বুকমার্ক করে রাখা
- প্রতিটি আয়াত অন্যদের সাথে যে কোন মাধ্যমে শেয়ার করা
- আয়াত সঠিকভাবে উচ্চারণ করার সুবিধার্থে যুক্ত করা হয়েছে তাজবীদ কালার
- আয়াত, অনুবাদ ও তাফসীরের ফন্ট নিজ পছন্দ অনুযায়ী ছোট-বড় করার সুবিধা
- পৃষ্ঠাসমূহ উল্টানোর পদ্ধতি (উপরে-নিচে অথবা ডানে-বামে) পরিবর্তনের সুযোগ
- তাফসীর অংশে উদ্ধৃত আয়াত নাম্বারে ক্লিক করে সে আয়াত বের করা
- রাতে পড়ার সুবিধার্থে রয়েছে ডার্ক (কালো) মোড
- পাঠকের দৃষ্টিতে কোন ভুল ধরা পড়লে তা আমাদেরকে জানাতে প্রতিটি আয়াতের সাথে রিপোর্ট অপশন
সাদাকায়ে জারিয়ায় অংশ নিন:
এমন দ্বীনী কাজে সহযোগিতা করতে আপনিও মাসিক বা এককালীন যে কোন পরিমাণ অনুদান পাঠাতে পারেন। আপনার এ দান সাদাকা জারিয়া হিসেবে গণ্য হবে ইনশাআল্লাহ।অনুদান পাঠাতে: 01865643684 (Bkash, Rocket, Nagad Personal). ব্যাংকের মাধ্যমে পাঠাতে চাইলে যোগাযোগ করার অনুরোধ রইল।