তাকমিল উত্তীর্ণদের সংবর্ধনা: মৌলভীবাজার অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের সভা
একুশে জার্নাল
নভেম্বর ১৪ ২০১৯, ২২:২৮
নিজস্ব প্রতিবেদক : মৌলভীবাজার জেলার তরুণ অনলাইন অ্যাক্টিভিস্টদের ঐক্যবদ্ধ প্লাটফর্ম মৌলভীবাজার অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের তাকমিল ফিল হাদিস উত্তীর্ণ শিক্ষার্থী সংবর্ধনা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ২০১৯ সফলের লক্ষে মৌলভীবাজার অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের বিভিন্ন উপজেলা শাখার দায়িত্বশীলদের নিয়ে উপজেলা দায়িত্বশীল সভা বৃহস্পতিবার সন্ধা ৬টায় মৌলভীবাজার শহরস্থ দিল্লী রেস্টুরেন্টের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত হয়।
উপজেলা দায়িত্বশীল সভায় সভাপতিত্ব করেন
মৌলভীবাজার অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের সভাপতি প্রিন্সিপাল এহসান বিন মুজাহির।
ফোরামের সেক্রেটারি মুহাম্মদ আশিকুর রহমানের সঞ্চালনায় সভায় শাখাভিত্তিক দায়িত্ব ও বিভাগ বণ্টন, সম্ভাব্য আয়-ব্যয়ের বাজেট পেশ, পর্যালোচনা, পরামর্শ দানসহ বিভিন্ন কর্মসূচি অন্তর্ভুক্ত ছিল।
সভায় দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন মৌলভীবাজার অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের সহ-সভাপতি-৪ মাওলানা জুনাইদ আহমদ জুনেদ, ফোরামের সহ-সাধারণ সম্পাদক, শাহ মুহাম্মাদ মিসবাহ, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হাসান মাহমুদ, প্রচার সম্পাদক মনিরুল ইসলাম জহির, সহ-প্রচার সম্পাদক মুজাহিদুল ইসলাম, পাঠাগার সম্পাদক মুহাম্মদ এমাদ উদ্দিন, মৌলভীবাজার সদর উপজেলা শাখার সভাপতি আহমদ সামছুদ্দীন, রাজনগর উপজেলা সভাপতি আহসান উদ্দিন গিলমান, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, কমলগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুস সামাদ সুমন, শ্রীমঙ্গল উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, মৌলভীবাজার সদর উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক ফজলুল হক মুন্না, সহ-প্রচার সম্পাদক আবু সাঈদ হাসান সাংস্কৃতিক সম্পাদক মোশাররফ হোসেন প্রমুখ।
প্রসঙ্গত, আগামী ২৮ নভেম্বর বৃহস্পতিবার মৌলভীবাজার পৌর জনমিল কেন্দ্রে আল হাইয়াতুল উলইয়া বোর্ডের অধীনে যারা তাকমিল ফিল হাদিসে (মাস্টার্স) উত্তীর্ণ হয়েছেন তাদেরকে সংবর্ধনা প্রদান করবে ফোরাম এবং বেলা ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানও চলবে।
অনুষ্ঠানে কওমি মাদরাসা শিক্ষা বোর্ড
(বেফাক) ও আল হাইয়াতুল উলইয়া শিক্ষাবোর্ডের শীর্ষ নেতৃবৃন্দ, জেলার শীর্ষ আলেম, জনপ্রতিনিধি, শিক্ষা কর্মকর্তা, গণমাধকর্মী, লেখক-কলামিস্টরাও অতিথি হিসেবে অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত।
উল্লেখ্য, সংগঠনটি ২০১৭ সালের ১৬ নভেম্বর মৌলভীবাজারের একটি অভিজাত রেস্টুরেন্টে ৬৩ জন অনলাইন অ্যক্টিভিস্টদের নিয়ে ফোরামের কার্যকরি কমিটি গঠনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শরু করে। কমিটি গঠনের পর থেকে এ সংগঠনটি ধর্ম, সমাজসেবা এবং সাহিত্য-সাংস্কৃতিমূলক নানা কর্মকান্ড পরিচালনা করে আসছে। দলমত নির্বিশেষে মৌলভীবাজারের অনলাইন অ্যাক্টিভিস্টদের সংগঠিত করে ধর্ম, সাহিত্য, মানবসেবা, শিক্ষা-সংস্কৃতি, ইতিহাস-ঐতিহ্য ইত্যাদি বিষয়সহ সম্ভাবনাময় দিকগুলো সেমিনার-সিম্পোজিয়ামের মাধ্যমে তুলে ধরা হবে। পাশাপাশি অসহায়দের সুখ-দুঃখের সাথী হয়ে তাদের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করার লক্ষেই এ সংগঠনের যাত্রা।