তাইজুলের বিষাক্ত স্পিনে ধরাশায়ী ওয়েস্ট ইন্ডিজ
একুশে জার্নাল
নভেম্বর ২৪ ২০১৮, ১২:৫৬
টাইগারদের স্পিনবিষে ধরাশায়ী হলো ওয়েস্ট ইন্ডিজ। তিন দিনেই চট্টগ্রাম টেস্ট জিতে নিলো বাংলাদেশ। ৬৪ রানে জয় ছিনিয়ে নিলো সাকিবরা।
সকালে ১২৫ রানে দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যায় বাংলাদেশ। ২০৪ রানের চ্যালেঞ্জ নিয়ে ব্যাট করতে নেমে চা বিরতির আগেই বিষাক্ত তাইজুলের স্পিনে ক্যারিবীয়রা অল-আউট হলো। একাই শিকার করেছেন ছয়টি উইকেট। ফলে দুই টেস্টের সিরিজে এগিয়ে রইলো বাংলাদেশ।
এর আগে প্রথম দিন টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। ৩২৪ রানে প্রথম ইনিংস ঘোষণা করে। দ্বিতীয় দিন ব্যাট করতে নেমে ২৪৬ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। সে দিনই শেষ বেলায় ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। আজ তৃতীয় দিন সকালে বাকি পাঁচ উইকেটের পতন হয়। ২০৩ রানের রিড নেয় টাইগাররা। লক্ষ্য তাড়া করতে নেমে স্পিনারদের বিষে নীল হয়ে মাঠ ছাড়ে ক্যারিবীয়রা।