তরুণ লেখকদের পথ দেখাবে জাতীয় লেখক পরিষদ: ব্রাহ্মণবাড়িয়ায় প্রস্তুতিমূলক সভায় বক্তারা

একুশে জার্নাল

একুশে জার্নাল

সেপ্টেম্বর ২৬ ২০১৯, ২১:৫১

জাতীয় লেখক পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলার উদ্যোগে প্রস্তুতিমূলক সভা আজ বৃহস্পতিবার বিকাল ৫ টায় পৌর শহরের কাজীপাড়াস্থ হযরত কাজী মাহমুদ শাহ মসজিদ কমপ্লেক্স মসজিদের ২য় তলায় জামিয়া ইউনুছিয়ার শিক্ষক মাওলানা ইন`আমুল হক এর সভাপতিত্বে ও সাংবাদিক মুফতি নুরুল্লাহ আল মানসুর এর পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন

ব্রাহ্মণবাড়িয়ার কন্ঠ সম্পাদক মাহফুজুর রহমান পুষ্প,
তরুণ লেখক ও আন নুর বালিকা মাদরাসার পরিচালক মাওলানা ফরহাদ ইসলাম মাসুম,ইকরামুল মারজান চৌধুরী, সাঈদ সালমান, মাহবুবুর রহমান, দারুল উলুম ফজলুল করীম মাদরাসার পরিচালক মাওলানা আল আমীন সিরাজী,হাফেজ জাকারিয়া,হাফেজ শরিফুল ইসলাম,সাকিব আশরাফ,অলিউল্লাহ রায়হান,আব্দুর রহমান,রায়হান উদ্দিন রব্বানী,বশির আহমদ,আবু খালেদ সাকিব,মাহমুদুল হাসান,ওমর ফারুক,জাকারিয়া আহমদ,মাহমুদুল হাসান,ওমর ফারুক,এইচ এম সাকিব ও শাকিল আহমদ প্রমুখ ৷সভায় বক্তারা বলেন,তরুণ লেখকদের পথ দেখাবে জাতীয় লেখক পরিষদ। সে লক্ষ্যে আনুষ্ঠানিক আত্মপ্রকাশের পূ্র্বেই সারাদেশে পরিষদ কাজ করছে। লেখকদের আত্ম উন্নয়নে এমন পরিষদের প্রয়োজনীয়তা অনুভব করছি দীর্ঘদিন ধরে। এখন এ পরিষদ সে প্রয়োজনীয়তা পূরণ করবে।আমরা এ পরিষদের ব্যানারে কাজ করে যাবো ইনশাআল্লাহ। সভা শেষে ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।

বার্তাপ্রেরক
সাঈদ সালমান