তফসিল ঘোষণা পরবর্তী বাংলাদেশ খেলাফত মজলিস এর জরুরী বৈঠক অনুষ্ঠিত
একুশে জার্নাল
নভেম্বর ০৮ ২০১৮, ২২:৫৪

নিজস্ব সংবাদদাতা: বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে।তফসিল ঘোষণা পরবর্তী করণীয় নির্ধারণ করতে রাতেই বাংলাদেশ খেলাফত মজলিস এর সিনিয়র নেতৃবৃন্দের এক বৈঠক দলের সিনিয়র নায়েবে আমীর শায়খুল হাদীস মাওলানা ইসমাঈল নূরপুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নায়েবে আমীর মাওলানা যুবায়ের আহমদ আনসারী,মাওলানা রেজাউল করীম জালালী,মহাসচিব মুফতি মাহফুজুল হক, যুগ্ন মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, মাওলানা আতাউল্লাহ আমীন,সাংগঠনিক সম্পাদক মুফতি শরাফত হোসাইন, কেন্দ্রীয় অফিস ও বায়তুলমাল সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল,নির্বাহী সদস্য ও ঢাকা মহানগর সভাপতি মাওলানা এনামুল হক মূসা,সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমীন খান।
বৈঠকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।