তথ্যমন্ত্রীর সাথে রাঙ্গুনিয়া মডার্ন ব্লাড ডোনেশন ক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
একুশে জার্নাল ডটকম
অক্টোবর ০৬ ২০১৯, ০০:১৩
কাজী শহিদুল্লাহ ওয়াহেদ: তথ্যমন্ত্রী ড.হাসান মাহমুদ এমপি বলেন, মানবতার কাজে সবসময়ই সাথে আছি। রক্তদান একটি মহান কাজ। এই কাজে যারা অংশ নেয় তারা মহৎ ব্যাক্তি। রাঙ্গুনিয়া মডার্ন ব্লাড ডোনেশন ক্লাবের তরুন সেচ্ছাসেবীরা সেই মহৎ কাজটিই বেছে নিয়েছেন। রাঙ্গুনিয়ার মত দেশের প্রতিটি এলাকায় এই ধরনের সেচ্ছাসেবী সংগঠন গড়ে উঠুক এই প্রত্যাশা করি। গত ৪ অক্টোবর রাতে তথ্যমন্ত্রীর চট্টগ্রামস্থ নিজ বাসভবনে সেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন রাঙ্গুনিয়া মডার্ন ব্লাড ডোনেশর ক্লাবের সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাতে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা জাকিরুল আজম চৌধুরি মুরাদ, সৈয়দ আবুল মনসুর, শওকত হোসেন, প্রবাসী পরিষদের এডমিন আলমগীর হোসেন, প্রতিষ্ঠাতা এডমিন রফিকুল ইসলাম, এডমিন এম.আর মামুনুল হক, রাজ্জাক হোসেন রোকন, প্রিতম তালুকদার, ওয়াহিদ রনি, হোসাইন ইমরান, এস এম রবিউল, সোলাইমান বাদশা, মডারেটর রবিউল হোসেন, কো-অর্ডিনেটর সম্রাট হোসেন, শাহদাত হোসেন, মুহাম্মদ জুনাইদ , মাহমুদুল হাসান, আরিফ হোসেন, উম্মে সালমা সাইকা, নুরুল আজম, নঈম উদ্দীন, ফরহাদ হোসেন, রুবেল প্রমুখ। মতবিনিময় শেষে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদকে পুষ্পস্তবক দেন সংগঠনের নেতৃবৃন্দ।