তত্ত্বাবধায়ক সরকারে ফিরে যাওয়ার আর কোনো সুযোগ নেই: আইনমন্ত্রী
একুশে জার্নাল ডটকম
সেপ্টেম্বর ২৯ ২০২২, ১৬:২২
দেশের সর্বোচ্চ আদালত তত্বাবধায়ক সরকারব্যবস্থা অবৈধ ঘোষণা করেছে। সেখানে ফিরে যাওয়ার আর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে নৌ দিবস উপলক্ষে আয়োজিত সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এসময় মন্ত্রী বলেন, বিএনপি যতই রাজনীতি করুক তত্ত্বাবধায়ক সরকারে আর ফিরে যাওয়ার সুযোগ নেই।
সেমিনারে বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবেলায় পরিবেশবান্ধব কার্বন নিঃসরণহীন নৌ বাণিজ্য সেক্টর বিনির্মাণে আধুনিক প্রযুক্তির প্রয়োগ এর উপর জোর দেয়া হয়। সেমিনারে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী এমপি বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্ট বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগসমূহ তুলে ধরেন এবং দুর্যোগ মোকাবেলায় সরকারের গৃহীত পদক্ষেপ সমূহ প্রকাশ করেন।
এ আয়োজনের মেরিটাইম পাঁচটি সেক্টরে বিশেষ অবদানের জন্য মেরিটাইম অংশীজনদের ভিতর থেকে বছরের সেরা পাঁচ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়।