ঢাবিতে শহীদ আবরারের স্মরণ সভায় হামলা; ছাত্রলীগের বিরুদ্ধে এবার ছাত্র অধিকার পরিষদের মামলা
একুশে জার্নাল ডটকম
অক্টোবর ১৮ ২০২২, ১৩:৫০
ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দুদফা হামলার ঘটনায় ছাত্রলীগের ১৪ নেতা-কর্মীর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছে ছাত্র অধিকার পরিষদ।
মঙ্গলবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শফিউদ্দিনের আদালতে সংগঠনটির প্রেসিডেন্ট বিন ইয়ামিন মোল্লাহ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বাদীর জবানবন্দি শুনে আদালত এ বিষয়ে পরবর্তীতে আদেশ দেবেন।
এজাহারে ইয়ামিন উল্লেখ করেন, গত ৭ অক্টোবর বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে র্যালির আয়োজন করে। ওই কর্মসূচিতে ছাত্রলীগ নেতা-কর্মীরা হামলা চালায়। এতে ১৩ জন আহত হয়।
মামলার আসামিরা হলেন- ছাত্রলীগ নেতা মাহবুব খান, আমিনুর রহমান, নাজিম উদ্দিন, ফয়সাল মাহমুদ, রফিকুল ইসলাম বাধন, শাকিল মিয়া, তানভীর হাসান সৌকত, রনি মোহাম্মদ, রাহিম সরকার, কামাল উদ্দিন রানা, রুবেল হোসেন, নাহিদ হাসান, কাজী ইব্রাহিম ও আরিফ শাহরিয়ার।