ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে প্রার্থী হতে চান ভিপি নুর
একুশে জার্নাল ডটকম
আগস্ট ২৩ ২০২০, ১৯:১৩
শূন্য ঘোষিত ঢাকা-১৮ আসনের আসন্ন উপনির্বাচনে প্রার্থী হিসাবে ভোটে লড়তে চান ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর। স্বতন্ত্র প্রার্থী হিসাবেই নির্বাচনে লড়াই করতে চান তিনি।
আজ (রোববার) এই তথ্য তিনি নিশ্চিত করেছেন।
ডাকসু ভিপি নুর জানান, ভোট করার বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। তবে তিনি ঢাকা-১৮ আসন থেকে নির্বাচন করতে চান। তার সংগঠনে এ নিয়ে আলাপ-আলোচনা চলছে। সব কিছু ঠিক থাকলে নাগরিক অধিকার পরিষদের ব্যানারে তিনি নির্বাচন করতে চান।
উল্লেখ্য, সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুনের মৃত্যুতে আসনটি শূন্য হয়। ঢাকার উত্তরা-বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ এ আসনটি সব দলের জন্য গুরুত্বপূর্ণ। এই আসনে নির্বাচন করে সংসদে প্রতিনিধিত্ব করতে চান তরুণ নেতা নুর।