ঢাকা-১৭ আসন ছেড়ে দিচ্ছেন এরশাদ
একুশে জার্নাল
ডিসেম্বর ২৭ ২০১৮, ১০:৪০
ঢাকা-১৭ আসনের প্রতিদ্বন্দ্বিতা থেকে তিনি নিজেকে সরিয়ে নিচ্ছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
সিঙ্গাপুরে ‘উন্নত চিকিৎসা’ শেষে দেশে ফিরে আজ (বৃহস্পতিবার) বিকেল ৫ টায় বারিধারার প্রেসিডেন্ট পার্কে এক জরুরি সংবাদ সম্মেলন এই ঘোষণা দেবেন তিনি।
এদিকে ঢাকা-১৭ আসন থেকে আওয়ামী লীগের প্রর্থী মনোনয়ন পেয়েছেন চিত্রনায়ক ফারুক। বিকেল ৪টার দিকে তিনি এরশাদের নিকট দোয়া নিয়ে গেছেন।