ঢাকা-১৭ আসনে ধানের শীষের প্রার্থী আন্দালিব রহমান পার্থ
একুশে জার্নাল
ডিসেম্বর ০৯ ২০১৮, ০৪:৫৬
ঢাকা-১৭ (গুলশান, বনানী, ঢাকা সেনানিবাস ও ভাষানটেকের কিছু অংশ) আসন থেকে ধানের শীষের মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ।
শনিবার রাতে পার্থ নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে ভোলা-১ ও ঢাকা-১৭ আসন থেকে মনোনয়নপত্র কিনেন আন্দালিব রহমান পার্থ।
এদিকে আওয়ামী লীগ থেকে ঢাকা-১৭ আসনে মনোনয়ন পেয়েছেন বরেণ্য চিত্রনায়ক ফারুক।
গতকাল শুক্রবার ভোলা-১ আসনে বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থকে জোট থেকে মনোনয়ন না দেয়ার দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবশে করেছে বিএনপির নেতাকর্মীরা। শুক্রবার সন্ধ্যায় ভোলার কালিনাথ রায়ের বাজার দলীয় কার্যালয় থেকে নেতাকর্মীরা মিছিলটি বের করে। পরে তারা একই স্থানে প্রতিবাদ সমাবেশ করে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীরের মনোনায়পত্র আপিল শুনানির পর বৈধতা পাওয়ার নেতকর্মীদের মধ্যে স্বস্তি ফিরে আসে। তারা এই আসনে জোট থেকে আন্দালিব রহমান পার্থকে মনোনয়ন না দেয়ার দাবি জানান।