ঢাকা ১২ তে হাতপাখার বিশাল শোডাউন
একুশে জার্নাল
ডিসেম্বর ১৫ ২০১৮, ১৫:০২
আজ ১৫/১২/১৮ শনিবার ঢাকা ১২ আসনের আওতাধীন রমনা থানা শাখার হাতপাখার বিশাল শোডাউন অনুষ্ঠিত হয়।
এতে নেতৃত্ব প্রদান করেন ঢাকা ১২ আসনে পীর সাহেব চরমোনাই মননীত হাতপাখার সংসদ সদস্য পদপ্রার্থী বিশিষ্ট এডভোকেট শওকত আলি হাওলাদার, এতে আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তরের ভারপ্রাপ্ত সেক্রেটারি আরিফুল ইসলাম।
শোডাউনে তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল, রমনা থানা ইসলামী আন্দোলন,ইশা ছাত্র আন্দোলন,ইসলামী যুব আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন,,
এসময় নারায়ে তাকবির আল্লাহু আকবার ধ্বনিতে পুরো রমনা থানা প্রকম্পিত হয়ে উঠে।
শোডাউনের লিফলেট বিতরনের সময় এলাকাবাসীর ব্যাপক সমর্থন লক্ষ করা যায়, পরে শোডাউনটি মগবাজার এসে দোয়া ও মুনাজাতের মাধ্যমে শেষ হয়।