ঢাকা-১২ আসনে হাতপাখা প্রতিকে মনোনয়ন ফরম উত্তোলন।
একুশে জার্নাল
নভেম্বর ১২ ২০১৮, ২৩:১০
একুশে জার্নাল ডেস্ক:আজ ১২ নভেম্বর সোমবার ঢাকা সিটি উত্তরের আওতাধীন ঢাকা-১২ (তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল, রমনা একাংশ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর হাতপাখা প্রতিকে নির্বাচন করার লক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের আইন বিষয়ক সম্পাদক, সুপ্রিমকোর্টের বিশিষ্ট আইনজীবী আলহাজ্ব এডভোকেট শওকত আলী হাওলাদার।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির একাদশ জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব মাওলানা মুহাম্মাদ আরিফুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সহকারী দফতর সম্পাদক ইঞ্জিনিয়ার মুহাম্মাদ গিয়াস উদ্দিন প্রমুখ।