ঢাকা-১২ আসনে হাতপাখার ব্যাপক প্রচারণা
একুশে জার্নাল ডটকম
ডিসেম্বর ১৪ ২০১৮, ০২:৫৩
গতকাল ১৩-১২-১৮ ইং, বৃহস্পতিবার দুপুর ৩.০০ টা থেকে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের আইন বিষয়ক সম্পাদক, ঢাকা-১২ আসনের হাতপাখা এমপি প্রার্থী আলহাজ্জ্ব এডভোকেট মোঃ শওকত আলী হাওলাদার ১২ আসনের আওতাধীন তেজগাঁও থানায় শোডাউন করেন। তেজগাঁও রেলস্টেশন থেকে শুরু করে ২৬ নং ওয়ার্ডের তেজকুনীপাড়া, ২৫ নং ওয়ার্ডের প্রধানমন্ত্রীর কার্যালয় সংলগ্ন রাস্তা, শাহীনবাগ, আরজতপড়া, বৌ-বাজার, নাখালপাড়া প্রদক্ষিণ করে বিজ্ঞান কলেজ হয়ে কাওরান বাজারে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলন ঢাকা মহানগর পশ্চিমের প্রশিক্ষণ সম্পাদক মোঃ আলমগীর হোসাইন এবং অর্থ সম্পাদক মোঃ সাব্বির খাঁন।
এছাড়াও উপস্থিত ছিলেন ১২ আসনের আওতাধীন তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল ও রমনা থানার ইসলামী আন্দোলন , ইশা ছাত্র আন্দোলন, যুব আন্দোলন, শ্রমিক আন্দোলনসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
নারায়ে তাকবির ধ্বনিতে শুরু হওয়া শোডাউনে” নতুন ভোটারের প্রথম ভোট দেশ জাতীর কল্যাণে হাতপাখায় হোক” শ্লোগানে আশপাশে মুখরিত ছিল।
এসময় তরুণ যুব ভাইদের স্বতস্ফূর্ত অংশগ্রহণ এবং ব্যাপক উপস্থিতি লক্ষ করা যায়।