ঢাকায় আলেম উলামার ওপর সাদপন্থীর হামলার প্রতিবাদে রাঙ্গামাটিতে সাংবাদিক সম্মেলন
একুশে জার্নাল
ডিসেম্বর ০৩ ২০১৮, ১২:১৪
ইমাম হোসাইন কুতুবী: ঢাকায় বিশ্ব ইজতেমার ময়দানের কাজে নিয়োজিত আলেম উলামা তুলাবা ও দ্বীনদার মুসল্লীদের উপর বিতর্কিত সাদপন্থীর পরিকল্পিতভাবে হামলার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছে রাঙ্গামাটি উলামায়ে কেরাম ও দ্বীনদার মুসল্লীগণ।
আজ (৩ ডিসেম্বর) সোমবার অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলন এ লিখিত বক্তব্য পাঠ করেন রাঙ্গামাটি তাবলীগ জামাতের মুবাল্লীগ মুহাঃ হারুনুর রশীদ খাঁন।
এসময় উপস্থিত ছিলেন মানিকছড়ি মদিনাতুল উলুম মাদ্রাসার পরিচালক মাওঃ খোরশেদ আলম,হযরত খাদিজা (রাঃ) মহিলা মাদ্রাসার পরিচালক মাওঃ আবু বক্কর, তাবলীগ জামাতের মুবাল্লীগ হাজী ইসমাঈল হোসেন, দারুস সালাম মাদ্রাসার পরিচালক মাওঃ শামসুল আলম, মাওলানা ওমর আলী প্রমূখ।