ঢাকাদক্ষিন বারুনী মেলায় প্রশাসনের সামনেই রমরমা জুয়ার আসর

একুশে জার্নাল

একুশে জার্নাল

এপ্রিল ০৮ ২০১৯, ০৯:০০

গোপালগঞ্জ প্রতিনিধিঃ গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিনে বারুনী মেলায় প্রশাসনের সামনেই প্রকাশ্যে রমরমা জুয়ার আসর বসেছে। ৭ ই এপ্রিল (রবিবার) প্রতি বৎসরের ন্যায় সিলেটের সর্বপ্রাচীন শীর্ষ দর্শনীয় স্থান ও শ্রী চৈতন্য মহাপ্রভুর বাড়ীতে বারুণী মেলার চতুর্থ দিন। প্রতি বৎসর ই বারুণী মেলা উপলক্ষ্যে দেশ বিদেশের হাজারও সনাতন ধর্মাবলম্বীরা মেলায় অাসেন। মেলা উপলক্ষ করে বসান হয় রঙ বেরঙ্গের ঘুড়ি, নাটাই, খাট, বেলাই, খই, খেলনা সহ হাজার রকমারি পণ্য। এছাড়াও মেলার নিরাপত্তা জন্য নেওয়া হয় পুলিশ প্রটোকল। কিন্তু দুঃখনীয় হলেও সত্য এইবার পুলিশের সামনেই প্রকাশ্যেই চলছে অবৈধ জুয়ার রমরমা ব্যবসা। যা অামাদের যুব সমাজকে লোভ দেখিয়ে সর্বস্ব হাতিয়ে নেওয়া হয়। বিশেষ করে স্কুল কলেজের অধ্যায়নরত ছাত্ররা জুয়ার নেশায় অাসক্ত হয়ে ভবিষ্যৎ অন্ধকায় হচ্ছে। হাজার বৎসরের ঐতিহ্যবাহী বারুণী মেলা কলঙ্ক মুক্ত করতে এলাকার প্রতিনিধি ও প্রশাসন মহলে দৃষ্টিগোচর একান্ত কাম্য।