ঢাকাদক্ষিনের আলী চৌধুরী আর নেই
একুশে জার্নাল
জানুয়ারি ২১ ২০১৯, ০৭:৩০
গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জের ঢাকাদক্ষিন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্ণিং বডির সদস্য, কানিশাইল খাদজাতুল কোবরা মহিলা মাদ্রাসার সাবেক সহসভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী ও স্বজ্জন রাজনৈনিক ব্যাক্তিত্ব জামায়াত নেতা আলী আহমদ চৌধুরী (৫৩) আজ সিলেটের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন।
গতকাল রাত ২ টার সময় অসুস্থতাবোধ করলে আলী চৌধুরীকে পরিবারের সদস্যরা সিলেট শহরস্থ ওয়েসিস হাসপাতালে ভর্তি করেন। আজ সকাল ৮ টার সময় হাসপাতালেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সূত্রমতে জানা যায় দীর্ঘদিন থেকে ডায়বেটিস ও হার্ট রোগে ভোগছিলেন। গত সংসদ নির্বাচনের পূর্বে তিনি একটি ষড়যন্ত্র মূলক রাজনৈতিক মামলায় অসুস্থাবস্থায় গ্রেফতার হয়ে ৪১ দিন কারাবরন করে জামিনে বেরিয়ে আসেন। কারাবরনের সময় তিনি সঠিক চিকিৎসা পাননি।
আজ আছরের নামাজের পর নিজ গ্রাম কানিশাইল জামটিকর জামে মসজিদ প্রঙ্গনে জানাজার নামাজ অনুষ্টিত হবে।