ঢাকাদক্ষিণে ব্যবসায়ীকে গলা কেটে হত্যাচেষ্টা

একুশে জার্নাল

একুশে জার্নাল

এপ্রিল ১৭ ২০১৯, ১৭:৩৮

 

গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ বাজারের ব্যবসায়ী হাবিবুর রহমান (মিয়ার উদ্দিন)কে গলা কেটে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। বর্তমানে তিনি সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রাপ্ত সংবাদের ভিত্তিতে জানা যায়, উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের দত্তরাইল গ্রামের মৃত মদরিস আলীর ২য় পুত্র ঢাকাদক্ষিণ বাজারের জনতা পোল্ট্রির স্বত্বাধিকারী হাবিবুর রহমান (মিয়ার উদ্দিন)কে রাতের আধাঁরে দুর্বৃত্তরা গলা কেটে হত্যার চেষ্টা করেছে।

পারিবারিক সূত্রে জানা যায় যে, গত ১৬ ই এপ্রিল (মঙ্গলবার) আনুমানিক রাত্র ৭ টা ৩০ মিনিটের সময় তার নিজ বাড়ি থেকে বাহির হন। দীর্ঘক্ষণ ঘরে না ফিরলে রাত ৯ টার সময় তার পরিবারের সদস্যরা তাকে ফোন দিলে সংযোগ বন্ধ পাওয়া যায়। তখন পরিবারের সদস্যরা আত্মীয় স্বজনের ফোনে খোঁজাখুজি শুরু করে কোথাও পাননি। পরে মধ্যরাতে খোঁজাখুজি করলে পরিত্যক্ত পোল্ট্রি খামারে রক্তের দাগ দেখতে পান। রক্তের দাগ দেখে সন্দেহের দানা বাঁধে এবং তারা খামারের পিছনে গিয়ে দেখতে পান মিয়ার উদ্দিনের জুতা। তখন তাদের পরিবারের সন্দেহ আরও ঘনীভূত হয়। তারা আরও খোঁজাখুজির পর খামারের পশ্চিম পাশে পুকুর পারের ঝুপড়ি থেকে শব্দ শুনতে পান। শব্দ শুনে পরিবারের সদস্যরা এগিয়ে গেলে মিয়ার উদ্দিনকে গলা কাটা অবস্থায় দেখতে পান।

পরিবারের সদস্যরা প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে অবস্থার অবনতি হলে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে নেওয়া হয়।

খবর পেয়ে উপস্থিত হন স্থানীয় ইউপি সদস্য রেজাউল করিম রাজু, উপজেলা ভাইস চেয়ারম্যান মনসুর আহমদসহ স্থানীয় ব্যক্তিবর্গ। ঘটনাটির খবরে এলাকার জনগণের মনে আতঙ্ক বিরাজ করছে।

এ ব্যাপারে গােলাপগঞ্জ মডেল থানার ডিউটি অফিসার মামুন আহমদ জানান, ঘটনা সম্পর্কে আমরা অবগত হয়েছি। তবে এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ ভিকটিমের পরিবার দেয়নি। অভিযোগ দিলে অবশ্যই আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।