ড. কামাল হোসেনের ডাকে জমিয়ত, খেলাফত মজলিস

একুশে জার্নাল

একুশে জার্নাল

সেপ্টেম্বর ২২ ২০১৮, ১৪:৩১

একুশে জার্নাল: গণফোরাম সভাপতি ড.কামাল হোসেনের ডাকে ‘জাতীয় ঐক্য প্রক্রিয়া’র সমাবেশে যোগ দিয়েছেন বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম ও খেলাফত মজলিস। ইসলামপন্থী এই দুইটি দলের শীর্ষ নেতারা মিছিল সহকারে উপস্থিত হন সমাবেশে।

জমিয়তের পক্ষে নেতৃত্বে আছেন মহাসচিব আল্লামা নূর হুসাইন কাসেমী ও খেলাফত মজলিসের পক্ষে নেতৃত্বে আছেন মহাসচিব ডক্টর আহমদ আবদুল কাদের।

আজ ২২ সেপ্টেম্বর শনিবার বিকেল ৩টার দিকে মহানগর নাট্যমঞ্চের সমাবেশ শুরু হয়েছে। এতে উদ্বোধনী বক্তব্য দেন গণফোরাম সভাপতি ও ঐক্য প্রক্রিয়ার আহবায়ক ড. কামাল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিকল্প ধারার প্রেসিডেন্ট ডা. বদরুদ্দোজা চৌধুরী।

জাতীয় ঐক্য প্রক্রিয়ার সমাবেশে আরো উপস্থিত আছেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ সভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী ও খেলাফত মজলিসের নায়েবে আমীর সৈয়দ মুজিবুর রহমান, জমিয়তের যুগ্মমহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, যুগ্মমহাসচিব ও ঢাকা মহানগরীর সভাপতি শেখ গোলাম আসগর, সাংগঠনিক সম্পাদক মাওলানা আহমদ আলী কাসেমী, দপ্তর সম্পাদক অধ্যাপক আব্দুল জলিল, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা তাফাজ্জুল হোসাইন মিয়াজী, জমিয়তের সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি নাসির উদ্দীন খান, মাওলানা মতিউর রহমান গাজীপুর ও খেলাফত মজলিস ঢাকা মহানগরীর সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মাওলানা সাইফ উদ্দীন আহমদ খন্দকার প্রমুখ।

উপস্থিত আছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ এবং ড. আব্দুল মঈন খান, জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, যুক্তফ্রন্টের শরিক দুই দল জাসদের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব ও নাগরিক ঐক্যের আহ্বায় মাহমুদুর রহমান মান্না, বিএনপির পক্ষে বৃহত্তর জাতীয় ঐক্যের সমন্বয়ের দায়িত্বে থাকা ডা. জাফরুল্লাহ প্রমুখ।