ড. কামালের গাড়ি বহরে হামলা
একুশে জার্নাল ডটকম
ডিসেম্বর ১৪ ২০১৮, ০৬:০৪
রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামালহোসেনের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। একই সঙ্গে জেএসডির সভাপতি আসম রবের গাড়িতে এই হামলার ঘটনা ঘটে। গণফোরামের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম প্রতীক বিষয়টি নিশ্চিত করেছেন ।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। হামলায় ঐক্যফ্রন্টের অন্যতম শরিক জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আ স ম আবদুর রবসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।
এর আগে শুক্রবার সকালে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আ স ম আবদুর রবসহ বেশ কয়েকজন নেতা ঢাকার মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে যান।